বৃহস্পতিবার (৯ মে) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
অভিযানে অতিরিক্ত মূল্য আদায় ও বিক্রয়যোগ্য মূল্যের ভাউচার না থাকায় শহরের বড় বাজার এলাকার মেগামার্ট বস্ত্র বিতানকে ৪০ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় ও সঠিকভাবে বিক্রয় মূল্য প্রদর্শন না করায় সানা ক্লোথ স্টোরকে ২০ হাজার টাকা, অনুমোদন ও লেভেল বিহীন খেজুর বিক্রির অভিযোগে এক মুদি দোকানিকে ১০ হাজার টাকা, অধিক মূল্যে পণ্য বিক্রির অভিযোগে শাকিব বস্ত্র বিতানকে ২ হাজার টাকা, রাস্তার ওপর পণ্য রাখায় ইব্রাহিম নামে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা ও অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে মো. কামাল হোসেনের এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকী বাংলানিউজকে জানান, রমজান মাসেও নানা অনিয়মের আশ্রয় নিচ্ছেন ব্যবসায়ীরা। তারা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছেন। এসব অনিয়ম ঠেকাতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, অভিযানের সময় প্রতিটি দোকানে প্রকাশ্যে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পুরো রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা মার্কেটিং অফিসার মো. শাহাজাহান, জেলা স্যানিটারি পরিদর্শক তরুণ বড়ুয়া এবং পুলিশ ও আনসার সদস্যরা।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মে ৯, ২০১৯
এসবি/ওএইচ/