মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুরে দেখা যায়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর ঘিরে চারদিকের ফুটপাতের দোকানগুলোতে বেশ ভিড়। চলছে জমজমাট বিকিকিনি।
ফুটপাতের দোকানগুলোতে শার্ট, প্যান্ট, টি-শার্ট, জুতা, পাঞ্জাবি, টুপি, লুঙ্গি, বেল্ট ও নারীদের সালোয়ার-কামিজসহ সব ধরনের কসমেটিকস পাওয়া যাচ্ছে। দামও তুলনামূলক কম।
মিরপুর ১০ নম্বর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের ফুটপাতের দোকানে কসমেটিকস কিনতে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঈশিতা ইসলাম বাংলানিউজকে বলেন, আমি প্রায়ই এখানে কসমেটিকসসহ অন্যান্য জিনিস কিনতে আসি। এবার ঈদ উপলক্ষে কসমেটিকস কিনতে এসেছি। পছন্দ ও দাম-দরে মিললে নিয়ে যাবে।
১০ নম্বর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের সামনের ফুটপাতের দোকানে শার্ট কিনতে আসা ইলিয়াস হোসেন পাভেল বলেন, নিজের জন্য দু’টি শার্ট দেখেছি। এখানে দাম তুলনামূলক কম। তাই রোজা থাকার পরও রোদের মধ্যে এখানে কেনাকাটা করতে এসেছি।
ব্যবসায়ী মো. আক্কাস আলী বলেন, এখনো বেচা-কেনা ভালোভাবে শুরু হয়নি। তবে ভিড় বাড়লেও, আগের তুলনায় বিক্রি বাড়েনি। ঈদের কয়েকদিনেই ফুটপাতে বেচা-কেনা করবেন বলেও জানান তিনি।
আরেক ব্যবসায়ী আসলাম আলী বলেন, কাস্টমাররা দেখে-দেখে চলে যান। এখনো অনেকে কেনোকাটা শুরু করেননি। তবে, ভিড় দেখে মনে হচ্ছে আমাদের বিক্রি বেড়েছে, আসলে আমাদের বিক্রি বাড়েনি। শুধু ভিড় বেড়েছে।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মে ২৮, ২০১৯
এমএমআই/ওএইচ/