ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কৃষি শুমারির তথ্য কার্যক্রমের উদ্বোধন করলেন মেয়র লিটন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জুন ৯, ২০১৯
কৃষি শুমারির তথ্য কার্যক্রমের উদ্বোধন করলেন মেয়র লিটন তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করছেন রাজশাহী সিটি মেয়র এ এইচএম খায়রুজ্জামান লিটন। ছবি: বাংলানিউজ

রাজশাহী: কৃষি শুমারি-২০১৯ সালের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি মেয়র এ এইচএম খায়রুজ্জামান লিটন।

রোববার (০৯ জুন) দুপুরে নগরভবনের মেয়র দফতরে নিজ প্রথম ফরম পূরণের মাধ্যমে রাজশাহীর কৃষি শুমারি-২০১৯ এর তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেয়র। এ সময় মেয়র এ কার্যক্রমের সফলতা কামনা করেন।

এ সময় বিভাগীয় পরিসংখ্যান অফিস রাজশাহীর যুগ্ম পরিচালক এসএম আনিসুজ্জামান, জেলা পরিসংখ্যান অফিসের সহকারী পরিসংখ্যান কর্মকর্তা আসিফ ইকবাল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট এলাকার জোনাল অফিসার, সুপারভাইজার ও গণনাকারীরা উপস্থিত ছিলেন।

বিভাগীয় পরিসংখ্যান অফিস রাজশাহীর যুগ্ম পরিচালক এসএম আনিসুজ্জামান বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে দেশব্যাপী ৯ জুন থেকে ২০ জুন পর্যন্ত কৃষি শুমারি-২০১৯ তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে।

কৃষি শুমারির মাধ্যমে কৃষি খানার আকার, জমির মালিকানা, ভূমির ব্যবহার,আবাদকৃত জমির আয়তন, গবাদিপশু ও হাঁস-মুরগির সংখ্যা, কৃষি যন্ত্রপাতি, খাদ্য নিরাপত্তা, মৎস ও বন ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। সাধারণত কৃষি শুমারির মাধ্যমে খানা পর্যায়ে তথ্য সংগ্রহ করা হয়, তবে এবারের শুমারিতে কৃষি বিষয়ক প্রাতিষ্ঠানিক খানায়ও তথ্য সংগ্রহ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জুন ০৯, ২০১৯
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।