মঙ্গলবার (১১ জুন) থেকে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানির কাযক্রম শুরু করেছে সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন (সিএন্ডএফ)।
সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন) সভাপতি সরকার রাকীব আহমেদ জুয়েল বাংলানিউজকে বলেন, মঙ্গলবার সকালে ভারত থেকে কয়েকটি ট্রাক পাথর নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
সোনাহাট স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, বন্দর চালু থাকলে এই বন্দর দিয়ে গড়ে প্রতিদিন প্রায় ১৩ থেকে ১৫ শত মেট্রিক টন পাথর ও কয়লা আমদানি হয় আর এতে প্রায় ২ কোটি টাকার রাজস্ব জমা পড়ে সরকারি কোষাগারে।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুন ১১, ২০১৯
এফইএস/এএটি