রোববার (৩০ জুন) দুপুরের পৌর মিলনায়তনে পৌর মেয়র নজরুল ইসলাম খান এ বাজেট প্রস্তাব পেশ করেন।
এসময় জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অপরাধ) শাহ্জাহান মিয়া, জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, প্যানেল মেয়র আমির বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত বাজেটে ১৩৪ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ৪৫৮ টাকা আয় ও ৪ কোটি ১২ লাখ ৬৯ হাজার ৭৬২ টাকা আগত তহবিল দেখানো হয়।
এছাড়াও বাজেটে ১৩৬ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ১৮২ (ব্যয়) ও ২ কোটি ৪১ লাখ ১৭ হাজার ৩৮ টাকা সমাপণী স্থিতি দেখানো হয়েছে।
মেয়র নজরুল বলেন, এবারের বাজেটে শহরের মুক্তিযুদ্ধ ভাষ্কর্য, কোমলমতি শিশু-কিশোরদের বিনোদন পার্ক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য অত্যাধুনিক অডিটোরিয়াম নির্মাণের বরাদ্দ রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
এসএইচ