ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘ফ্যান মিট’ নিয়ে লালমনিরহাটে গ্রাহকদের মুখোমুখি দারাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
‘ফ্যান মিট’ নিয়ে লালমনিরহাটে গ্রাহকদের মুখোমুখি দারাজ

লালমনিরহাট: ই-কমার্সকে গ্রাহকদের কাছে আরও বিকশিত করতে প্রথমবারের মতো লালমনিরহাটে ‘ফ্যান মিট’ অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের সবচেয়ে বড় অনলাইন শপ দারাজ.কম.বিডি। 

দারাজ ফ্যান ক্লাবের আয়োজনে শনিবার (২৭ জুলাই) বিকেলে জেলা শহরের একটি গেস্ট হাউসের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদুল হক।

অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন হেড অব কাস্টমার সার্ভিস ফারহানা রফিক উজ্জামান, হেড অব দারাজ এক্সপ্রেস আশরাফুজ্জামান তন্ময়, হেড অব ক্রস-বর্ডার বাংলাদেশ এহতেশাম এরাম ও হেড অব পাবলিক রিলেশন্স, মিডিয়া ও কমিউনিকেশন সায়ন্তনী ত্বিষা প্রমুখ।

ফ্যান মিটে দারাজ গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধান করেন এবং গ্রাহকদের মতামত নেওয়া হয়। এছাড়াও দারাজের ডেলিভারি, পণ্যের গুণগত মান, রিটার্ন ও রিফান্ড পলিসি বিষয়েও আলোচনা করা হয়। বাংলাদেশের জনগণের মধ্যে ই-কমার্সের প্রতি আগ্রহ ও বিশ্বাস আরও দৃঢ় করতে দেশের সব জেলায় ফ্যান মিট করবে দারাজ। যার মাধ্যমে ক্রেতারা সরাসরি দারাজের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দেখা করে কথা বলার সুযোগ পাবেন।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।