মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান ও এম জে এল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী।
এতে আরও উপস্থিত ছিলেন এম জে এল বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম মুকুল হোসেন ও জেনারেল ম্যানেজার সালাহ্উদ্দিন আহমেদসহ উচ্চপদস্থ কর্মকর্তা এবং ডিস্ট্রিবিউটরা।
অনুষ্ঠানে ডিস্ট্রিবিউটররা ও এম জে এল বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ম্যানেজমেন্টের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ব্যবসার ক্রমান্বয় উন্নয়নের কৌশল সম্পর্কে কথা বলেন।
অনুষ্ঠানে মবিলের চারটি নতুন পণ্য উন্মোচন করা হয়। দৃষ্টিনন্দন লেজার শো’র সঙ্গে সঙ্গে পণ্যগুলো সবার সামনে আকর্ষণীয়ভাবে তুলে ধরেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পরে চ্যানেল পার্টনারদের সেলস পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় মবিল অ্যাওয়ার্ড ২০১৯।
কান্ট্রি হায়েস্ট সেলার, স্পেশাল রিকগনেশন, রিজিওনাল হায়েস্ট সেলার এবং টেরিটরি হায়েস্ট সেলার ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজম জে চৌধুরী বলেন, যুগ যুগ ধরে বাংলাদেশি গ্রাহকদের কাছে মবিল একটি নির্ভরযোগ্য নাম। সেরা প্রযুক্তি ব্যবহার করে মবিলের বিভিন্ন পণ্য তৈরি ও বাজারজাতকরণের মাধ্যমে দেশের লুব্রিক্যান্ট চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এম জে এল বাংলাদেশ লিমিটেড।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এএটি