বৃহস্পতিবার (০১ আগস্ট) বিডার আয়োজনে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন উদযাপন সম্পর্কিত প্রস্তুতিমূলক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
কাজী আমিনুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বে বাংলাদেশ একটি নিরাপদ বিনিয়োগবান্ধব দেশ হিসেবে পরিচিত। দেশে চমৎকার বিনিয়োগ পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন সেক্টরে অনেক বিনিয়োগ হচ্ছে। সামনে এই হার আরও দ্রুত হবে।
তিনি বলেন, বিশ্বব্যাপী যেখানে গত বছর সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির হার ১৩ শতাংশ কমেছে, সেখানে বাংলাদেশে প্রায় ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা বিশ্বে সর্বোচ্চ। বিনিয়োগের এই ধারাকে আরও যুগোপযোগী করতে হলে বিনিয়োগ সেবা দেওয়া সব প্রতিষ্ঠান নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে তিনি জানান।
মতবিনিময় সভায় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন উদযাপন ও বিনিয়োগ মেলা সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বিডার নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মণ্ডল, সাইফুল্লাহ মকবুল মোর্শেদ, সচিব মো. মোশাররফ হোসেন, মহাপরিচালক তৌহিদুর রহমান খান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অতিরিক্ত সচিব আসিফ আইয়ুব, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সচিব জয়নাল আবেদিন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যুগ্ম সচিব হারুন অর রশিদ, বাংলাদেশ হাইটেক পার্কের পরিচালক ফাহমিদা আক্তার, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির রবিউল আলম, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের রায়হান ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এসএমএকে/টিএ