ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তমা গ্রুপে পাথর সরবরাহ করবে ইডব্লিউপিডিএল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
তমা গ্রুপে পাথর সরবরাহ করবে ইডব্লিউপিডিএল ওয়েস্টিনে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভির এবং তমা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান ভূইয়া/ছবি- ডি এইচ বাদল

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান ইস্ট-ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেড (ইডব্লিউপিডিএল) তমা গ্রুপের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে উন্নতমানের পাথর (ব্যালেস্ট) সরবরাহ করবে।

রোববার (০৪ আগস্ট) রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান এবং তমা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান ভূইয়া।  

বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে তমা গ্রুপ বাংলাদেশের নির্মাণখাতে অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।  

উন্নতমানের পাথর (ব্যালেস্ট) ব্যবহার করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রয়াসে ইস্ট-ওয়েস্ট প্রপার্টি ডেভলপমেন্ট   (প্রা.) লিমিটেড এবং তমা গ্রুপের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর হয়। তমা গ্রুপের উল্লেখযোগ্য চলতি প্রকল্পের মধ্যে রয়েছে দোহাজারী থেকে চকরিয়া রেললাইন প্রকল্প।  

সংশ্লিষ্টরা জানান, দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে নির্মাণ প্রকল্পগুলোর কাজ সঠিকভাবে ও সঠিক সময়ে শেষ করা জরুরি। বসুন্ধরা গ্রুপের মত শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ভূমিকা এক্ষেত্রে উল্লেখযোগ্য বলে বিশেষজ্ঞদের অভিমত। এ চুক্তি স্বাক্ষরের ফলে নির্মাণ প্রকল্পগুলো আরো গতি পাবে বলে অনুষ্ঠানে উপস্থিত সবাই আশা ব্যক্ত করেন।  

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান, চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সেক্টর সি) মির্জা মুজাহিদুল ইসলাম, চিফ মার্কেটিং অফিসার (সিমেন্ট সেক্টর) খন্দকার কিংশুক হোসেন, হেড অব মার্কেটিং (সেক্টর সি) মো. তৌফিক হাসান, জিএম (সেলস-সিমেন্ট সেক্টর) ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, এজিএম (সেলস) একেএম রাশেদ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।     

তমা গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক, জেনারেল ম্যানেজার (প্রকিউরমেন্ট) মো. মাহবুবুর রহমানসহ অন্য কর্মকর্তারা।
                                                                                                  
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।