ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গরমে হাঁসফাঁস বিদেশি জাতের গরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
গরমে হাঁসফাঁস বিদেশি জাতের গরু গরুর মাথায় পানি দিচ্ছেন এক খামারি, ছবি: বাংলানিউজ

ঢাকা: ঈদ ঘনিয়ে আসায় রাজধানীর বিভিন্ন স্থানে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। কিন্তু তীব্র গরমে হাটগুলোতে গরু ও ব্যাপারীদের নাভিশ্বাস অবস্থা।

মঙ্গলবার (০৬ আগস্ট) বিকেল ৪টায় সরেজমিনে দেখা যায়, তীব্র গরমে রাজধানীর গাবতলী পশুর হাটে বিদেশি জাতের বড় গরুর হাঁসফাঁস অবস্থা।  

খামারিদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদেশি জাতের বড় গরুগুলো অনেক বেশি আদর-যত্নে লালন পালন করা হয়।

সার্বক্ষণিক ফ্যানের ব্যবস্থা থাকে। কিন্তু হাটে সেই পরিবেশ না থাকায় এবং তীব্র গরমে গরুগুলোর হাঁসফাঁস অবস্থা।  

এদিকে দুপুর ২টার দিকে তীব্র গরমে গাবতলী পশুর হাটে পাঁচ লক্ষাধিক টাকার প্রায় ৩০ মণ ওজনের একটি গরু স্ট্রোক করে মারা যাওয়ায় খামারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আরও পড়ুন>>> হাটেই মারা গেলো ৫ লাখ টাকার ‘টাইগার’

দেখা যায়, প্রায় ২৫ মণ ওজনের একটি কালো ফ্রিজিয়ান জাতের ষাড়ের চিকিৎসা দিচ্ছেন কোয়ালিটি ফিডের পশু চিকিৎসক ডা. জাহিদ ইসলাম। তিনি বাংলানিউজকে বলেন, ভয়ের কিছু নেই শরীরের তাপমাত্রা বেশি এবং সেই সঙ্গে গরুটির শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে। ট্রাকে করে আনার কারণে এ ব্যথা হতে পারে। আশা করছি, ওষুধ দিলে ঠিক হয়ে যাবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান জানান, ঢাকায় মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা সোমবার (০৫ আগস্ট) ছিল ৩৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা জেলা প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তা ডা. ইমদাদুল হক তালুকদার বলেন, গরমে যেসব গরুর হাঁসফাঁস অবস্থা, সেগুলোকে তাবুর নিচে রেখে পানি দিয়ে শরীর মুছে দিতে হবে এবং মাথায় বেশি করে পানি ঢালতে হবে। সম্ভব হলে গোসল করাতে হবে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।  

তিনি আরও বলেন, প্রাকৃতিক উপায়ে যেসব গরু লালন-পালন করা হয়, গরমে সেগুলোর কিছুই হওয়ার কথা নয়। খামারিদের অনুরোধ করবো প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণ করেন।
 
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।