ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আর্থিক প্রতিষ্ঠানের সেবা প্রদান বাস্তবায়নে কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
আর্থিক প্রতিষ্ঠানের সেবা প্রদান বাস্তবায়নে কমিটি

ঢাকা: আর্থিক প্রতিষ্ঠানের সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়নে একজন যুগ্ম সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। 

সিটিজেনস চার্টার (মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থার সেবা প্রদান প্রতিশ্রুতি) বাস্তবায়ন পরিবীক্ষণ করবে এ কমিটি।  

সম্প্রতি এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

জানা গেছে, কমিটিকে কমপক্ষে প্রতি অর্থবছরে দু’টি পরিবীক্ষণ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে। কমিটি প্রয়োজনে সদস্য কো-আপ্ট করতে পারবে।
 
কমিটির কার্যপরিধির বিষয়ে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মু. শুকুর আলীকে এ কমিটির আহ্বায়ক ও এসপিও ফয়সাল আহমদকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- উপ-সচিব মৃত্যুঞ্জয় সাহা, মো. সাঈদ কুতুব এবং এসপিও সরকার তাহসিন আহমেদ রনি।

কমিটি দৈবভাবে সংশ্লিষ্ট দফতর/সংস্থা/শাখা/অধিশাখার ১০টি পণ্য/সেবা সিটিজেনস চার্টার অনুযায়ী প্রদান করা হয়েছে কি-না, সে বিষয়ে ত্রৈমাসিক ভিত্তিতে পরিবীক্ষণ করবে। পাশাপাশি এ সংক্রান্ত প্রতিবেদন প্রতি প্রান্তিক শেষে পরবর্তী ৫ তারিখের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
জিসিজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।