মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা
ঢাকা: জাতীয় নিরাপত্তার স্বার্থে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) জন্য প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে ভেইকল মাউন্টেড ডাটা ইন্টারসেপ্টর কেনায় নীতিগত অনুমতি দিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতি অবলম্বনে এনটিএমসির জন্য ভেইকল মাউন্টেড ডাটা ইন্টারসেপ্টর কেনা হবে।
বুধবার (৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ প্রস্তাবটি অনুমোদন দেয়।
আরও পড়ুন>>>অনুমোদন ছাড়াই পণ্য বিক্রি করতে পারবে টিসিবি
অর্থমন্ত্রী বলেন, এর আগেও একটি ভেইকল মাউন্টেড ডাটা ইন্টারফেজ কেনায় অনুমোদন দেওয়া হয়েছে।
এটি নিয়ে এর সংখ্যা দু’টি হবে। রাষ্ট্রীয় সক্ষমতা বাড়াতে জাতীয় নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখার জন্য ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ এর বিধি ৭৬(২) এর উল্লেখিত আর্থিক সীমা শিথিল করাসহ ডিএমপি পদ্ধতিতে ক্রয় প্রস্তাব করা হয়েছে।
যন্ত্রটির মূল্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে অর্থমন্ত্রী তা জানাতে চাননি, তবে সভার কার্যপত্রে যন্ত্রটি ক্রয়ে আনুমানিক ২০০ কোটি টাকা প্রয়োজন হবে বলে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
জিসিজি/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।