বুধবার (০৭ আগস্ট) নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, প্রাণ ফ্যাক্টরি ঘোড়াশাল ও গাজীপুরে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল ফগার মেশিন দিয়ে মশা নিধন, সচেতনতামূলক র্যালি, ডেঙ্গু রোগ প্রতিরোধে প্রশিক্ষণ।
প্রাণ গ্রুপের জেনারেল ম্যানেজার (ইএইচএস) কাজী ওয়াহিদুর রহমান বলেন, ‘সারাবছরই আমরা কারখানায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাই। কিন্তু এ বছর ডেঙ্গুজ্বর নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ থাকায় আমাদের কারখানার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা যাতে নিশ্চিন্তে কর্মক্ষেত্রে পেশাগত দায়িত্ব পালন করতে পারে সেজন্য আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছি’।
তিনি আরও বলেন, ‘আমাদের এ অভিযান শুধু কারখানার ভেতরেই সীমাবদ্ধ না। কারখানার আশেপাশের লোকজনকেও আমাদের সামাজিক দায়দ্ধতায় অংশ হিসেবে সম্পৃক্ত করেছি। যেন তারাও এ বিষয়ে সচেতন থাকে এবং নিজেদের পরিবারকে সুরক্ষা দিতে পারে’।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
ওএইচ/