বৃহস্পতিবার (৮ আগস্ট) শিল্প মন্ত্রণালয়ে কোকাকোলা কোম্পানির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সঙ্গে সাক্ষাৎকালে এ পরিকল্পনার কথা জানিয়েছে। এসময় শিল্প সচিব মো আবদুল হালিম, অতিরিক্ত সচিব পরাগ উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী জানান, বিনিয়োগের ক্ষেত্রে কোকাকোলাকে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবধরনের সহায়তা দেওয়া হবে। বাংলাদেশে বোতলজাত পানি ও অন্য স্বাস্থ্যসম্মত পানীয় তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এসময় প্রতিনিধি দলটি কোকাকোলাকে কর কমানোসহ অন্য সুযোগ-সুবিধা দেওয়ার আহবান জানালে সেগুলো প্রস্তাব আকারে শিল্প মন্ত্রণালয়ে পাঠাতে বলেন মন্ত্রী।
শিল্প সচিব বলেন, বাংলাদেশে একটি বিশাল বাজার রয়েছে। জনগণের ক্রয়ক্ষমতা বাড়ছে। নতুন নতুন পণ্যের প্রতি মানুষ বেশি আগ্রহ দেখাচ্ছে।
ব্রায়ান স্মিথ বলেন, বাংলাদেশে কোকাকোলার বাজার অত্যন্ত সম্ভাবনাময়। গ্রামীণ ও আধা-গ্রামীণ অঞ্চলে সরবরাহ বাড়াতে কোকাকোলার উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে। আগামীতে বাংলাদেশে বিভিন্ন মাত্রার চিনিযুক্ত কোকাকোলা পানীয় উৎপাদন করা হবে।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
জিসিজি/একে