ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টানা আট দিন ছুটির ফাঁদে বুড়িমারী স্থলবন্দর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
টানা আট দিন ছুটির ফাঁদে বুড়িমারী স্থলবন্দর

লালমনিরহাট: বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে টানা আট দিন ঈদের ছুটিতে থাকবে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর। আমদানি-রফতানি বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

শুক্রবার (০৯ আগস্ট) থেকে পরবর্তী সময়ে শুক্রবার (১৬ আগস্ট) পর্যন্ত বন্ধ থাকবে বন্দরের যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম।  

নোটিশের বরাত দিয়ে সিঅ্যান্ডএফ ব্যবসায়ী মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, ঈদ-উল-আজহা উপলক্ষে শুক্রবার (৯ আগস্ট) থেকে বাংলাদেশের সরকারি ছুটি,  জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটি মিলে ১৬ আগস্ট পর্যন্ত ছুটিতে থাকবে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর।

ছুটিকালীন বন্দরে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৭ আগস্ট পুনরায় সচল হবে বন্দরের যাবতীয় কার্যক্রম। এ বিষয়ে উভয় দেশের ব্যবসায়ী সংগঠন, কাস্টমস্, বন্দর কর্তৃপক্ষ ও ইমিগ্রেশনের মধ্যে পত্র বিনিময় করা হয়েছে।

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বাংলানিউজকে বলেন, ঈদুল আজহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংড়াবান্দা শুল্ক স্টেশন উভয় দেশের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে ০৯ থেকে ১৬ আগস্ট পর্যন্ত টানা আটদিন ছুটি ভোগ করবে। তাই টানা ৮ দিন বন্ধ থাকবে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। ১৭ আগস্ট যথারীতি সচল হবে বন্দরের যাবতীয় কার্যক্রম।

বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) খন্দকার মাহমুদ বাংলানিউজকে বলেন, ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীদের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দরের কাস্টমস্ সহকারী কমিশনার (এসি) আবদুস সালাম বাংলানিউজকে ছুটির সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।