ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বাংলানিউজকে জানান, শুক্রবার (৯ আগস্ট) সাপ্তাহিক সরকারি ছুটির দিন। এছাড়া ঈদুল আজহা উপলক্ষে শনিবার (১০ আগস্ট) থেকে বুধবার (১৪ আগস্ট) পর্যন্ত এবং বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাংলাদেশের জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভোমরা বন্দর দিয়ে বন্ধ থাকবে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশন এবং ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যৌথ আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে আটদিন বন্দরে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে, ভোমরা ইমিগ্রেশন দিয়ে আগের মতো যথা নিয়মে যাওয়া-আসা করতে পারবেন পাসপোর্টধারী যাত্রীরা।
ছুটি শেষে শনিবার (১৭ আগস্ট) আবারও শুরু হবে স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এসআরএস