শুক্রবার (০৯ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে এ চিত্র দেখা গেছে।
গাবতলী হাটে কথা হয় ছাগল ব্যাপারী মো. নুর আলমের সঙ্গে।
তিনি আরও বলেন, আমার বেশিরভাগ ছাগল কুষ্টিয়ার। আমার এখানে সাত হাজার থেকে শুরু করে ৮০ হাজার টাকা দামের ছাগল আছে। বৃহস্পতিবার (০৮ আগস্ট) ৮০ হাজার টাকায় একটি ছাগল বিক্রি করেছি। গরুর দামে বেশি হলে, ছাগলের বিক্রি বেড়ে যায়।
ছাগল ব্যাপারী মো. গণি বলেন, আমি এবার ১৫০টি ছাগল আনছি। পাইকারি বিক্রি করে ৮০টি। কোরবানির ঈদ উপলক্ষে খুচরা ছাগল বিক্রি হচ্ছে কম। ঘন্টায় দু-একটি করে বিক্রি হচ্ছে। গত দু’দিনে মাত্র ২০টি বিক্রি করেছি।
ছাগল ক্রেতা মো. মনোয়ার বলেন, দুইটা ছাগলের দাম ২৮ হাজার টাকা বলেছি। তাও দিচ্ছেন না ব্যাপারী। দাম হাঁকাচ্ছেন ৩২ ও ২৪ হাজার টাকা। অন্য জায়গা থেকে কিনতে হবে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এমএমআই/ওএইচ/