নীলফামারীর সৈয়দপুর উপজেলার মৌসুমী ব্যবসায়ী এরশাদ আলী, সাবেদ আলী ও রহমত বিভিন্ন এলাকা থেকে চামড়া কিনে শহরে এনেছেন বিক্রির জন্য। কিন্তু দাম শুনে হতাশ তারা।
এরশাদের মতো অনেক মৌসুমী ব্যবসায়ী চামড়া নিয়ে এসেছেন নীলফামারীর সৈয়দপুর আড়তে। আবার অনেকে একটু ভালো দামের আশায় নিজেই চামড়া নিয়ে হাজির হন। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে নিয়ন্ত্রণ করা হচ্ছে বাজার। দেওয়া হচ্ছে না সরকার নির্ধারিত দাম।
তারা জানান, গতবছরের তুলনায় বাজারে ক্রেতাও কম। তবে সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করেছেন সৈয়দপুর শহরের বড় ব্যবসায়ীরা।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বাংলানিউজকে বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়ার চাহিদা কমেছে, তাই পড়ে গেছে দাম। এবার গরুর চামড়া ২শ’ থেকে ৫শ’ টাকা, ছাগল ও খাসির চামড়া প্রতি পিস বিক্রি হচ্ছে ১০ থেকে ৫০ টাকায়।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
এসআরএস