ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি শুরু হচ্ছে সোমবার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি শুরু হচ্ছে সোমবার  বাংলাবান্ধা স্থলবন্দর

পঞ্চগড়: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে টানা দশদিন বন্ধ থাকার পর সোমবার (১৯ আগস্ট) থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হচ্ছে।  

 

এর আগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উভয় দেশের সিএন্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে ৯ থেকে ১৮ আগস্ট পর্যন্ত সরকারি ছুটিসহ মোট দশদিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তবে স্বাভাবিক ছিল বন্দরের ইমিগ্রেসন ব্যবস্থা।

 

পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।  

বাংলাদেশের সময়: ০১২০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।