ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে বন্যার্তদের মধ্যে ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
সিলেটে বন্যার্তদের মধ্যে ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিলেট জোনের উদ্যোগে সিলেটের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০ হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সুনামগঞ্জ জেলায় ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক সৈয়দ তরিকুজ্জামান।  

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান মুহাম্মদ সাঈদ উল্লাহ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ শাখা প্রধান কায়সার আহমেদ।  

এ কার্যক্রমের আওতায় সুনামগঞ্জ জেলার কুরবাননগর, গৌড়ারং, রংগাড়চর, তাহিরপুর ও জামালগঞ্জসহ সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল, পেঁয়াজ, আলু, চিড়া, চিনি, ডাল, তেল ও লবণ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
পিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।