প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর ‘উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন’ (ইএসডিপি) শীর্ষক প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলায় প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে আগ্রহী উদ্যোক্তাদের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স চালু হয়েছে।
এ প্রকল্পে বাগেরহাট জেলায় প্রতিমাসে ২৫ জন করে ১৫ মাসে মোট ৩৭৫ জন আগ্রহী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে।
এসব প্রশিক্ষণের পরে আগ্রহী উদ্যোক্তাদের বিনিয়োগের বিষয়ে কাউন্সিলিংয়েরও ব্যবস্থা রেখেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। এর পাশাপাশি উচ্চ প্রযুক্তি সম্পন্ন বহুজাতিক ও আন্তর্জাতিক ভারী ম্যানুফ্যাকচারিং শিল্পে সরবরাহের জন্য প্রাথমিক ও মধ্যম পর্যায়ের কাঁচামাল, যন্ত্রাংশ সরবরাহের জন্য সহযোগিতা করা হবে।
এসব প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বাগেরহাটের খারদ্বারে প্রকল্প অফিস নিয়েছে। সেখানে প্রশিক্ষণ সেন্টারও তৈরি করা হয়েছে। আগ্রহীদের আবেদনের প্রেক্ষিতে প্রতিমাসে ২৫ জনকে প্রশিক্ষণের সুযোগ দেবে বিডা কর্তৃপক্ষ। প্রশিক্ষণার্থী বাছাইয়ের জন্য বাগেরহাট জেলা প্রশাসককে সভাপতি ও এ প্রকল্পের প্রশিক্ষককে সদস্য সচিব করে ১১ সদস্যের একটি কমিটিও গঠন করেছে ইএসডিপি।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার বাংলানিউজকে বলেন, বেকারত্ব নিরসন আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে জেলা পর্যায়ে বর্তমান সরকার যে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নিয়েছে নিঃসন্দেহে তা সময়োপযোগী উদ্যোগ। এ উদ্যোগ সফল হলে সারাদেশে নতুন ও ভিন্ন ধারার কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে। যা জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক হবে।
সরকারি পিসি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফারুখে আযম আব্দুস সালাম বলেন, জেলা পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণের সুযোগ আগে ছিল না। জেলায় এই প্রশিক্ষণ সেন্টার হওয়ার ফলে জেলার শিক্ষিত বেকাররা প্রশিক্ষণ নিতে পারবেন। এ প্রশিক্ষণ গ্রহণের ফলে শিক্ষিত ছেলে-মেয়েরা ব্যবসা সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারবে।
ইএসডিপি শীর্ষক প্রকল্পের বাগেরহাট জেলা প্রশিক্ষক এমডি মশিউর রহমান বাংলানিউজকে বলেন, আমরা প্রশিক্ষণ প্রদানের সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। ইতোমধ্যে প্রথম ব্যাচের ২৫ জনের বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ করেছি। ১ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে বাগেরহাটে নতুন করে অনেক উদ্যোক্তা সৃষ্টি হবে।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এনটি