সম্প্রতি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ‘মাইক্যাশ’র মাধ্যমে দেশব্যাপী বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহকরা মাসিক বিল পরিশোধ করতে পারবেন।
সোমবার (২৬ আগস্ট) মার্কেন্টাইল ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সচিব মো. আসাফউদ্দৌলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের এসইভিপি ও হেড অব মোবাইল ব্যাংকিং মো. রফিকুল হক ভুঁইয়া, এভিপি ও আইএলএম বিভাগের ভারপ্রাপ্ত প্রধান তপন জেমস রোজারিও এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (প্রশাসন) আবুল কালাম শামসুদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, বাপবিবো, রাজশাহী ও পরিচালক (আইসিটি) হেদায়েতুল ইসলাম ও ডেপুটি ডিরেক্টর (ফাইনান্স) মো. জিয়াউদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এসই/জেডএস