সোমবার (২৬ আগস্ট) দুপুরে স্থানীয় খরিবাড়ী বাজারে অভিযান চালিয়ে এসব মাংস জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মাছুমা আরেফিন।
জানা গেছে, সোমবার খরিবাড়ী বাজারে স্থানীয় ভাঙ্গামোর ইউনিয়নের মৃত তৈয়ব আলীর ছেলে শফিকুল ইসলাম (২৭) ও শরিয়তুল্লাহের ছেলে তাজুল ইসলাম (৩২) পচা মাংস বিক্রয় শুরু করেন।
খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মাংস বিক্রেতা (কসাই) শফিকুল ইসলাম ও তাজুল ইসলাম পালিয়ে যায়। পরে ইউএনও ও ভারপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক নজরুল ইসলাম প্রায় এক মণ পচা মাংস জব্দ করে হাট ইজারাদারকে মাটিতে পুতে ফেলার এবং দুই মাংস বিক্রেতার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন।
ইউএনও মোছা মাছুমা আরেফিন বাংলানিউজকে জানান, মাংস বিক্রেতাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এফইএস/ওএইচ/