বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রীই এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, ঋণ রিশিডিউলের বিষয়টি আমি পত্রিকায় দেখেছি।
অর্থমন্ত্রী হিসেবে ঋণ রিশিডিউলের বিষয়টিকে কীভাবে দেখছেন- জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, আমি এখনো জানি না কোন বিবেচনায় তাদের এ সুযোগ দেওয়া হলো। আগে কী শর্ত ছিল সেগুলো আমাদের দেখতে হবে। দিচ্ছে কিনা তাও জানি না। পত্রিকাতে তো সবকিছু ঠিক থাকে না। মিডিয়া কি সব সময় সব ঠিক লেখে? অনেক সময় মাঝে মাঝে মিডিয়া কিছুটা ভুলও লেখে। তবে সব সময় এমনটা হয় না। দু’এক সময় এ সমস্যাটা হয়।
২০১৫ সালে ১১ ব্যবসায়ীকে ঋণ রিশিডিউল সুবিধা দেওয়া হয়েছিলো। ওই সময় বলা হয়েছিল, তারা যদি ঋণ পরিশোধ না করেন, তাহলে তাদের আর এ ধরনের সুযোগ দেওয়া হবে না। কিন্তু মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বোর্ড মিটিংয়ে আবারও তাদের নতুন করে রিশিডিউলের সুযোগ দেওয়া হয়। এ বিষয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
জিসিজি/এইচএ/