ত্রাণ বিতরণ। ছবি: বাংলানিউজ
ঢাকা: এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (এনআরবিসি ব্যাংক) জামালপুরের মাদারগঞ্জে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) এনআরবিসি ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
ব্যাংকের পক্ষে সাসটেইনএবল ফাইন্যান্স ইউনিটের মোহাম্মদ সাইফুল ইসলাম ও এসএমই অ্যান্ড এগ্রিকালচার ক্রেডিট ইউনিটের মো. হারুনুর রশিদ, ব্যাংকের মাদারগঞ্জ শাখার ব্যবস্থাপক মেহেদী হাসান দু’দিনব্যাপী এ ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।
এনআরবিসি ব্যাংক করপোরেট দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় মাদারগঞ্জের সাতটি ইউনিয়ন এবং একটি পৌরসভার ১৩ শত বন্যাদুর্গত মানুষের মধ্যে চাল, ডাল, সয়াবিন তেল, লবণ চিনি ও শুকনো খাবার বিতরণ করে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এইচএডি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।