বৃহস্পতিবার (২৯ আগস্ট) সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এ বিষয়ে সিটি ব্যাংকের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মির্জা গোলাম ইয়াহিয়া বলেন, সিস্টেম উন্নয়নের জন্য শুক্রবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত অটোমেটেড টেলার মেশিনে (এটিএম) লেনদেন বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশে ক্যাশলেস সোসাইটি বা নগদ টাকার লেনদেন কমিয়ে আনতে ঢাকাসহ সারাদেশে সিটি ব্যাংকের ৩৪০টি এটিএম বুথ রয়েছে। পয়েন্ট অব সেল মেশিন রয়েছে আরও অনেক। ব্যাংকটির প্লাস্টিক মানি নামে পরিচিত ডেবিট ও কেডিট কার্ড গ্রাহকের সংখ্যা ১১ লাখ ৫০ হাজার বেশি।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এসই/এএ