শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উভয় দেশের ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভারতের গোলকগঞ্জ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির প্রধান উপদেষ্টা জমির আলম, সভাপতি মিজানুর রহমান সরকার, সম্পাদক বিশ্বজিৎ রায় নেতৃত্ব দেন।
বাংলাদেশের সোনাহাট স্থলবন্দরের পক্ষে আমদানি ও রপ্তানিকারক সমিতির প্রধান উপদেষ্টা সরকার রকীব আহমেদ, সভাপতি আবু তাহের ফরাজি, কার্যকরী সভাপতি মোস্তফা জামান ও সম্পাদক আব্দুর রাজ্জাক নেতৃত্ব দেন।
সভায় বাংলাদেশের পক্ষে ১৩ জন ও ভারতের পক্ষে ১২ জন ব্যবসায়ী অংশ নেন।
সোনাহাট স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির প্রধান উপদেষ্টা সরকার রকীব আহমেদ বাংলানিউজকে জানান, সোনাহাট স্থলবন্দর দিয়ে বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানির ব্যাপারে সুযোগ-সুবিধা ও পণ্যের দর নিয়ে সভায় আলোচনা হয়।
এছাড়া উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্প্রীতি বাড়ানো ও অর্ডারকৃত মালমাল দ্রুত পাঠানোর বিষয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এফইএস/আরবি/