ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বরিশালে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০০, সেপ্টেম্বর ৯, ২০১৯
বরিশালে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ব‌রিশাল: অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় আইসক্রীম ফ্যাক্টরিসহ দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও মনীষা আহমেদ পরিচালিত পৃথক ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

প্রতিষ্ঠান দু’টি হলো- নগরের কাউনিয়া বিসিক শিল্প নগর এলাকার সাগর আইসক্রীম ও নগরের নতুন বাজার এলাকার আব্দুল জলিল মিয়ার মালিকানাধীন ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।

প্রতিষ্ঠান দু’টিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বরিশাল সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক সৈয়দ এনামুল হক সাইফুল বাংলানিউজকে জানান, সিটি করপোরেশন ও থানা পুলিশের সহযোগিতায় বিকেল ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত জেলা প্রশাসনের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

বাংলা‌দেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।