মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলারী সমিতি (বাজুস) অলংকার তৈরির এই ধাতুর দাম কমানোর ঘোষণা দিয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) নতুন এ দাম কার্যকর হবে।
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে।
২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৫৬ হাজার ৮৬২ টাকায়। মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম রয়েছে ৫৮ হাজার ২৮ টাকা ভরি।
২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৪ হাজার ৫২৯ টাকা। বর্তমানে এ মানের স্বর্ণের দাম রয়েছে ৫৫ হাজার ৬৯৫ টাকা।
১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতার লাগবে ৪৯ হাজার ৮৬৪ টাকা। বর্তমানে এ মানের স্বর্ণ ৫১ হাজার ৩০ টাকা ভরি বিক্রি হচ্ছে।
সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২৯ হাজার ১৬০ টাকা। যা বাজারে এখন ৩০ হাজার ৩২৬ টাকায় বিক্রি হচ্ছে।
তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। এক ভরি রূপা কিনতে ভোক্তাকে দিতে হবে ৯৩৩ টাকা।
সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আর্ন্তজাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা হ্রাস পাওয়ায় দেশের বাজারে দাম কমানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
এসই/এমএ