তবে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভারতের মূল্য নির্ধারণ সংস্থা এ মূল্য নির্ধারণের পর থেকে বাংলাদেশের আমদানিকারকরা আর ইচ্ছেমতো পেয়াঁজ আমদানি করতে পারবে না।
হিলি স্থলবন্দরের পেয়াঁজ আমদানিকারক সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, ভারতের পেঁয়াজ রপ্তানিকারকরা তাদের জানিয়েছে সেদেশের সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে প্রতি মেট্রিক টন ৮৫২ মার্কিন ডলার নির্ধারণ করেছে।
ব্যবসায়ীরা আরো জানান, আগে কম মূল্যে করা এলসিগুলো আবার রিভিউ করে রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে আমদানি আবারো পেঁয়াজ আমদানি শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
এসএইচ