বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পল্টনের বিআইএ’র কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিআইএ সভাপতি বলেন, তিন দিনব্যাপী (৫ থেকে ৭ নভেম্বর) ১৫ তম আন্তর্জাতিক মাইক্রো ইন্স্যুরেন্স কনফারেন্স হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এ সম্মেলনের মধ্যদিয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের উদ্দেশ্যে দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক ভাগ্যোন্নয়নের বিষয়ে আলোচনা হবে। সম্মেলনে বিভিন্ন দেশের বীমা বিশেষজ্ঞরা নানাবিধ বিষয়ে আলোকপাত করবেন। ২০টি সেশন এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিশ্বের ৪০ থেকে ৪৫টি দেশের ৪৫০ জনপ্রতিনিধি ও বিশেষজ্ঞ এ সম্মেলনে তাদের নিবন্ধন জ্ঞানগর্ভ বক্তব্য এবং পারস্পরিক মিথস্ক্রিয়া মাধ্যমে আমাদের দেশের বিমা বিশেষজ্ঞরা উপকৃত হবেন।
শেখ কবির বলেন, বাংলাদেশের বিমা শিল্প বহির্বিশ্বে পরিচিত লাভ করবে। বিমা শিল্প এর ফলে উপকৃত হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মোজাফফর হোসেন পল্টু, দেশের তৈরি পোশাক মালিক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক, পি কে রয় প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এসএমএকে/ওএইচ/