বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপদেষ্টা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দরের উন্নয়ন কাজ শুরু করেন।
বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, সংসদ সদস্য ডা. মোজ্জাম্মেল হোসেন, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপটেন এম মিনারুল হক, বারবিডার সভাপতি আবদুল হক, খুলনা চেম্বারের সহসভাপতি মোস্তফা জেসান ভূট্টো, নৌ-পরিবহন মালিক সমিতির মহাসচিব পল্টু খানসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বন্দরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। সভার শুরুতে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোজ্জাম্মেল হক বন্দরের চলমান সব প্রয়োজনীয় প্রকল্প ও ইকুপমেন্ট সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
বাংলাদেশ সময়: ৪১৭১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এসএইচ