বৃহস্পতিবার (৩ অক্টোবর) আগারগাঁওয়ের বিডার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েইজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের অগ্রগতি ও বিনিয়োগবান্ধব পরিবেশ চিত্র তুলে ধরে সিরাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে গত এক দশকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
এ সময় রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েইজ নেদারল্যান্ড-বাংলাদেশের অর্থনৈতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, অতি অল্প সময়ে বাংলাদেশ দ্রুত উন্নতি করেছে। সম্প্রতি বিশ্বব্যাংকের সহজে ব্যবসা সূচক বা ইজ অব ডুয়িং বিজনেসে উন্নতির তালিকায় শীর্ষ ২০ দেশের মধ্যে স্থান করে নেওয়ায় তিনি বাংলাদেশকে অভিনন্দন জানান।
রাষ্ট্রদূত বলেন, আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবে বাংলাদেশ, আর সেই উন্নত বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে চায় নেদারল্যান্ড। এসময় তিনি জাহাজ নির্মাণ শিল্প, আইসিটি, এগ্রিকালচার সেক্টরে ডাচ বিনিয়োগকারীদের আগ্রহের কথা তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
এসএমএকে/ওএইচ/