মঙ্গলবার (৮ অক্টোবর) গভীর রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
যুক্তরাজ্যের সেক্রেটারি অব স্টেট ফর ইন্টারন্যাশনাল ট্রেডের আমন্ত্রণে বাণিজ্যমন্ত্রী এ সম্মেলনে যোগদান করেন।
বুধবার (৯ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৯ অক্টোবর ও ১০ অক্টোবর লন্ডনে এ সম্মেলন অনুষ্ঠিতি হবে। কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানো এবং ২০৩০ সালের মধ্যে কমনওয়েলথভুক্ত দেশ গুলোর বাণিজ্য দুই ট্রিলিয়ন ডলারে উন্নীত করার উদ্দেশ নিয়ে এ সম্মেলন আয়োজন করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সম্মেলনের উদ্দেশ সফল করতে গঠিত পাঁচটি ক্লাস্টারের মধ্যে বিজনেস টু বিজনেস কানেকটিভিটি ক্লাস্টারে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে। এ ক্লাস্টারের মূল ফোকাস কমনওয়েলথভুক্ত দেশগুলোর বেসরকারি খাতের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ সম্প্রসারণ করা। এর মাধ্যমে কমনওয়েলথভুক্ত দেশগুলোর জনগণের অর্থনৈতিক সমৃদ্ধি, কর্মসংস্থান বাড়ানো ও জীবনমান উন্নয়নে গৃহীত কর্মসূচি বাস্তবায়নের পথ সুগম হবে।
উল্লেখ্য, ২০১৮ সালের এপ্রিল মাসে যুক্তরাজ্যে কমনওয়েলথের শীর্ষনেতাদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে কমনওয়েলথ কানেকটিভিটি এজেন্ডা (সিসিএ) গৃহীত হয়। এ এজেন্ডা সফল করতেই কমনওয়েলথভুক্ত দেশগুলোর বাণিজ্যমন্ত্রীদের এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
জিসিজি/এবি/আরআইএস