বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল পৌনে ১১টায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।
আইসিসিবির পুষ্পগুচ্ছ হলে প্রিন্টেক বাংলাদেশ মেলায় স্টলে পাওয়া যাবে মুদ্রণ শিল্পের সর্বাধুনিক প্রযুক্তির মেশিনারিজ, কাগজ, কালি, স্পেয়ার্স ও নানা যন্ত্রপাতি।
এ মেলায় ইন্ডিয়ান প্রিন্টিং প্যাকেজিং অ্যান্ড অ্যালায়েড মেশিনারি মেনুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন ও স্ক্রিন প্রিন্টার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার ৬০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এছাড়াও বাংলাদেশ ও চীনের কিছু প্রতিষ্ঠানের স্টল রয়েছে মেলায়।
এ মেলা যৌথভাবে আয়োজন করেছে আক্স ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি। আগামী ১২ অক্টোবর পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো প্রবেশ ফি ছাড়াই দর্শনার্থীরা ঢুকতে পারবেন।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
টিএম/এএটি