রোববার (০৮ ডিসেম্বর) দারাজ বাংলাদেশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, রোববার রাজধানীর একটি হোটেলে এক কেইস স্ট্যাডি প্রোগ্রামের মাধ্যমে এর সূচনা হয়, যাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১২০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
এ প্রোগ্র্রামের মাধ্যমে অংশগ্রহণকারীদের ১৮ মাসের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালনের উপযোগী হিসেবে গড়ে তোলা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও জানানো হয়, অংশগ্রহণকারীদের মধ্যে এ বছর ১০ জনকে দারাজ বাংলাদেশে ক্যারিয়ার শুরু করার সুযোগ দেওয়া হবে।
এসময় দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক, চিফ কর্মাশিয়াল অফিসার কাজী মোহাম্মাদ জাফর সাদেকসহ অন্য কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
এবি