সোমবার (২৩ ডিসেম্বর) রাতে বগুড়া কনভেনশন সেন্টারে অনুষ্টিত হওয়া ‘আমার বাড়ি, আমার নিরাপত্তা’ শীর্ষক কর্মশালায় বগুড়ার মোট ৫০ জন স্থানীয় বাড়িওয়ালা এবং স্থানীয় পরিবেশক অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে স্থাপনা নির্মাণ কৌশল, স্থাপনায় তথা বসতবাড়িতে অগ্নিনির্বাপণ, ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা ও ভূমিকম্প পরবর্তী করণীয় পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিল্ডিং কনসাল্টেশন এর পরিচালক, প্রকৌশলী জনাব সাবিত হাসান বাবু, বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক জনাব মোঃ আনিসুর রহমান, সিনিয়র স্টেশন অফিসার জনাব মোঃ বজলুর রশীদ এবং স্থানীয় সুপরিচিত স্থপতি এবং প্রকৌশলীবৃন্দ।
বসুন্ধরা সিমেন্টের পক্ষে বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার শহীদ হাসান এবং ইঞ্জিনিয়ার মোঃ শফিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধারাবাহিক গুণগতমানের জন্য বর্তমানে দেশের সবচেয়ে আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, পদ্মা সেতু নদী শাসন প্রকল্প, পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোড, মেট্রো রেল প্রকল্প, ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প, পায়রা সেতু প্রকল্প, কালনা সেতু প্রকল্প, সাসেক রোড প্রকল্প, ভুলতা ফ্লাইওভার প্রকল্প, কালশী ফ্লাইওভার প্রকল্প, রূপসা রেল সেতু প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রকল্পের মতো বড় স্থাপনাগুলোতে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।
এ সময় বসুন্ধরা সিমেন্টের পক্ষে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের উইং ইনচার্জ আশিক আহমেদ, ডি এস আই রাজশাহী ডিভিশন (বসুন্ধরা সিমেন্ট) মোঃ সোহেল রানা, ইঞ্জিনিয়ার মোঃ হাসিনুর রহমান, এ এস এম বগুড়া এরিয়া মোঃ সোহেল রানা সরকার ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
কেইউএ/এমআরপি