রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘মসলিন প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প’ শীর্ষক গবেষণার অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) বিকেলে স্যার জগদীশচন্দ্র বসু ভবনে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ৭ মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে আমরা বাঙালি জাতি হিসেবে দেশকে স্বাধীন করেছি। বাঙালি জাতির ঐতিহ্যকে ধরে রাখার জন্য মসলিন পুনরুদ্ধারের প্রকল্প নেওয়া হয়েছিল। মসলিন ফিরে পাওয়া বাঙালি জাতির বড় অর্জন।
তিনি বলেন, মসলিনের সুতা এত সূক্ষ্ম যে শুরুতে তুলাই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে গবেষকেরা শেষ পর্যন্ত সত্যিই সফল হয়েছেন। আশা করি, মুজিববর্ষের উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মসলিন তুলে দিয়ে তার স্বপ্ন পূরণ করতে পারবো।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, আমাদের প্রধানমন্ত্রী ২০১৪ সালে মসলিন পুনরুদ্ধারের সঠিক দিক নির্দেশনাটি দিয়েছিলেন। আজ আমাদের গবেষকরা সেই অসাধ্য সাধন করতে যাচ্ছেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, প্রকল্প পরিচালক মো. আইয়ুব আলী, প্রকল্প কমিটির সদস্য উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মনজুর হোসেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, সংরক্ষিত নারী আসনের সাংসদ আদিবা আনজুম, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এসআরএস