ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পেপারফ্লাইয়ে ভারতীয় ইকম এক্সপ্রেসের বিনিয়োগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
পেপারফ্লাইয়ে ভারতীয় ইকম এক্সপ্রেসের বিনিয়োগ

ঢাকা: বাংলাদেশের পেপারফ্লাইয়ে একশো কোটি টাকা বিনিয়োগ করেছে ভারতের প্রযুক্তিখাতের অন্যতম বিপণন প্রতিষ্ঠান ইকম এক্সপ্রেস।  

মঙ্গলবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে ভারতীয় প্রতিষ্ঠান ওয়ারবার্গ পিনকাস এবং সিডিসি গ্রুপের আওতাধীন পণ্য সরবারহ প্রতিষ্ঠানটির সঙ্গে বিনিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার খবর জানায় পেপারফ্লাই।

 

২০১৬ সালে চারসহ প্রতিষ্ঠাতা-শাহরিয়ার হাসান, রাজিবুল ইসলাম, রাহাত আহমেদ এবং শামসুদ্দিন আহমেদের উদ্যোগ, পেপারফ্লাই গত পাঁচ বছরে বাংলাদেশের ইকমার্সখাতের পণ্য বিলিকরনে নেতৃত্বস্থানীয় পর্যায়ে পৌঁছে গেছে।
 
স্বদেশের বাইরে প্রথম বিনিয়োগ করলো ইকম এক্সপ্রেস। ভারতজুড়ে ২৯০০ ডেলিভেরি পয়েন্টের মাধ্যমে দৈনিক ১০ লাখ মানুষের কাছে পণ্য পৌঁছে দিচ্ছে উদ্ভাবনী প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠানটি।  

বিদেশি বিনিয়োগ এবং অংশীদারিত্ব প্রসঙ্গে পেপারফ্লাইয়ের প্রধান নির্বাহী শাহরিয়ার হোসেন বলেন, বাংলাদেশের প্রযুক্তিখাতের প্রসারের সঙ্গে সঙ্গে ই-কমার্স পণ্য সরবারহ সেবা কয়েকগুণ বেড়ে যাবে।  

প্রযুক্তি এবং উদ্ভাবনের সমন্বয়ে আমরা পণ্য ব্যবস্থাপনা গতানুগতিক ধারনা পাল্টে দিতে ইকম এক্সপ্রেসের সঙ্গে অংশীদারিত্ব সহায়ক হবে বলে মন্তব্য করেন এই সহ-প্রতিষ্ঠাতা।
 
প্রধান পরিচলন কর্মকর্তা রাজিবুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠান হিসেবে দেশজুড়ে পেপারফ্লাই গত পাঁচ বছরে বিপণন ব্যবস্থাপনা গড়ে তুলেছে। প্রসারমান ই-কমার্স খাতে অবদান রাখতে বিদেশী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব ব্যবসায় প্রসারে সাহায্য করবে।  

পেপারফ্লাইয়ের প্রধান বিপণন কর্মকর্তা রাহাত আহমেদের মতে- শুধুমাত্র ইকমার্স খাতে নয়, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রচলিত কুরিয়ার প্রতিষ্ঠানের গ্রাহক কেন্দ্রীক সেবা উন্নয়ন সম্ভব।  

ভারতীয় প্রতিষ্ঠান ইকমের অভিজ্ঞতা পেপার ফ্লাইয়ের মাধ্যমে বাংলাদেশে পণ্য সরবারহ সেবায় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধান প্রযুক্তি কর্মকর্তা শামসুদ্দিন আহমেদ।
 
ইকম এক্সপ্রেসের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী টিএ কৃষনান বলেন, পণ্য ব্যস্থাপনায় অভিজ্ঞতা এবং উদ্যোক্তাদের নেতৃত্বের মাধ্যমে অনলাইন ব্যবসায় প্রতিষ্ঠিত হয়েছে পেপারফ্লাই। আমাদের বিনিয়োগ হলো ডেলিভারি স্পেসে দ্রুত প্রবৃদ্ধি সরবরাহকারী সংস্থার সঙ্গে অংশীদার হওয়ার একটি সুযোগ, যখন দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী এবং টেকসই অপারেশন তৈরি করার সময়। ই-কমার্স, লজিস্টিক এবং প্রযুক্তি বাস্তুসংস্থানের মাধ্যমে সাপ্লাই চেইন দ্বারা উচ্চতর গ্রাহক অভিজ্ঞতা প্রদানে আমরা পেপারফ্লাইয়ের সম্ভাবনার দ্বার উন্মোচনের প্রত্যাশায় রয়েছি।   

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।