ঢাকা: দেশের অর্থনীতির গতি-প্রকৃতি ভালো অবস্থানে আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, সারা বিশ্বেই এখন অনিয়ম আছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে অনলাইনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
দেশের অর্থনীতির গতি-প্রকৃতি কেমন যাচ্ছে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির গতি-প্রকৃতি ভালো বলেই আজ আমরা মিটিংয়ে বসলাম। এখন পৃথিবীতে এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি যাদের স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য আছে। থাকলে তাদের দেশের এক্সপোর্ট-ইমপোর্ট বাড়ে বাড়ে নাকি এক জায়গায় আটকে আছে, নাকি নিচের দিকে যাচ্ছে সেটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা কোথায় আছি।
তিনি বলেন, সারাবিশ্বের সঙ্গে আমরা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আমরা অন্য দেশের সঙ্গে সম্পৃক্ত, এ যুগে তাই নিয়ম। অন্যরা যেটা কিনবে আমরা সেটা বিক্রি করবো, আমরা যেটা কিনবো অন্যরা সেটা বিক্রি করবে।
এরআগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য চারটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য নয়টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
জিসিজি/এএ