ঢাকা: ইলেক্ট্রনিক ফিসকাল ডিভাইস (ইএফডি) ব্যবহার করে দোকান থেকে পণ্য কেনাকাটায় ক্রেতাদের পুরস্কৃত করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। লটারির মাধ্যমে ক্রেতাদের মধ্যে পুরস্কার ঘোষণা করা হবে।
এর আগে গত ২ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক আদেশে লটারি থেকে পাওয়া পুরস্কারের টাকা সম্পূর্ণ আয়করমুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। সেগুনবাগিচায় রাজস্ব বোর্ড ভবনের সভা কক্ষে লটারির প্রথম ড্র অনুষ্ঠিত হবে।
রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, এ লটারিতে মোট ১০১টি পুরস্কার থাকবে। প্রথম পুরস্কার হবে এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা (পাঁচটি)। এভাবে ১০ হাজার টাকা পর্যন্ত মোট ১০১টি পুরস্কার থাকবে।
গত ১ থেকে ৩১ জানুয়ারির মধ্যে যারা ইএফডি মেশিন থেকে কেনাকাটা করেছেন তাদের নিয়ে প্রথম লটারির ড্র অনুষ্ঠিত হবে। ইএফডি থেকে পণ্য কেনার পর গ্রাহকরা যে রশিদ পেয়েছেন সেটাই কুপন হিসেবে গণ্য করা হবে লটারিতে।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এসএমএকে/আরবি