চাঁপাইনবাবগঞ্জ: নেপালকে ভারত ট্রানজিট দেওয়ায় বাংলাদেশের রহনপুর-ভারতের সিঙ্গাবাদ রুট দিয়ে নেপালে সার নেওয়া শুরু হয়েছে।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে তৃতীয় দফায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর থেকে ২ হাজার ৫শ’ টন ইউরিয়া সারবাহী একটি র্যাক (২৪ওয়াগন) ভারত হয়ে নেপালের বীরগঞ্জ স্টেশনের উদ্দেশে ছেড়ে গেছে।
মোংলা বন্দর দিয়ে আনা এসব সার চীন থেকে আমদানি করেছে নেপাল। যা রহনপুর-সিঙ্গাবাদ রেল রুট দিয়ে নেপালে নেওয়া হচ্ছে। এ দফায় নেপাল ৩০ হাজার মেট্রিক টন সার নিয়ে যাবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
এসআই