ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসএস স্টিলের বিনিয়োগের তথ্য চে‌য়ে‌ছে বিএসইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এসএস স্টিলের বিনিয়োগের তথ্য চে‌য়ে‌ছে বিএসইসি এসএস স্টিল

ঢাকা: দুইশ’ কো‌টি টাকার বি‌নিম‌য়ে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি সাউথইস্ট ইউনিয়ন সিরামিকের ৭৫ শতাংশ শেয়ার অধিগ্রহণের ‌সিদ্ধান্ত নি‌য়ে‌ছে পুঁজিবাজা‌রে তা‌লিকাভুক্ত কোম্পা‌নি এসএস স্টিল। কোম্পা‌নি‌টির নেওয়া সিদ্ধা‌ন্তের সত্যতা যাচাই‌য়ে অ‌ধিগ্রহ‌ণ সংক্রান্ত বেশকিছু তথ্য প্রমাণ স্বরূপ চে‌য়ে‌ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলা‌দেশ সি‌কিউ‌রি‌টিজ অ্যান্ড এক্স‌চেঞ্জ ক‌মিশন (বিএসইসি)।

সম্প্রতি বিএসইসি এ সংক্রান্ত এক‌টি চিঠি এসএস স্টিলের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কা‌ছে পাঠিয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে উ‌ল্লেখ করা হয়, এসএস স্টিলের পর্ষদ প্রায় দুইশ’ কোটি টাকার বিনিময়ে সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাস্ট্রিজে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। ওই অর্থের মাধ্যমে চায়না-বাংলাদেশের যৌথভাবে গঠিত কোম্পানিটির ৭৫ শতাংশ শেয়ার অধিগ্রহণ করা হবে। অধিগ্রহণ করা কোম্পানিটি খুলনার বাগেরহাট জেলার কাটাখালিতে অবস্থিত।

এরই ধারাবা‌হিকতায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ১১(২)-এর আলোকে বিভিন্ন প্রমাণাদির তথ্য চেয়েছে বিএসই‌সি। এর ম‌ধ্যে শেয়ার ক্রয়ের চুক্তির দলিল, অধিগ্রহণের জন্য স্বতন্ত্র প্রতিষ্ঠানের দর মূল্যায়ন রিপোর্ট, এ বিনিয়োগের ফলে এসএস স্টিলের মুনাফা বৃদ্ধির পরিমাণ মূল্যায়ন রিপোর্টসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ‌জমা দি‌তে হ‌বে কোম্পা‌নি‌টি‌কে। এছাড়া, অধিগ্রহণ করা উভয় কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় উপস্থিত পরিচালকদের সংখ্যা, উভয় কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব এবং উভয় কোম্পানির রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) সত্যায়িত সিডিউল- ১০ (X) ও সিডিউল- ৭ (XII) এর কপি চে‌য়ে‌ছে বিএসই‌সি।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এসএমএকে/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।