ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নাটোরে মাসব্যাপী বিসিক-ঐক্য স্বাধীনতা মেলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, মার্চ ৫, ২০২১
নাটোরে মাসব্যাপী বিসিক-ঐক্য স্বাধীনতা মেলা  ছবি: বাংলানিউজ

নাটোর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নাটোরে মাসব্যাপী বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-ঐক্য স্বাধীনতা মেলা শুরু হয়েছে।  

শুক্রবার (০৫ মার্চ) দুপুরে জেলা শহরতলির দত্তপাড়া এলাকায় নাটোর বিসিকের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

 

এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক (ডিসি) মো. শাহরিয়াজ, বিসিকের আঞ্চলিক পরিচালক জাফর বাইজিদ, নাটোর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) পরিচালক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, বিসিকের সহকারী পরিচালক দিলরুবা দিপ্তী, জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস, উপ-দপ্তর সম্পাদক প্রভাষক আক্রামুল ইসলাম প্রমুখ।  

আলোচনা সভা শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। এবারের মেলায় স্থানীয় বিসিক শিল্প নগরীর ৭০টি স্টল স্থান পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মার্চ ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।