ঢাকা: পুঁজিবাজারের উন্নয়নে এবং দুই রেগুলেটরির মধ্যে সমন্বয় আরও বাড়াত বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে বৈঠক শুরু হয়েছে।
সোমবার (১৫ মার্চ) দুপুর ১২টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসি কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
জানা গেছে, বৈঠকে বাংলাদেশ ব্যাংকের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং বিএসইসির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন।
বৈঠক সম্পর্কে বিএসইসির একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, বৈঠকে পুঁজিবাজারের কীভাবে আরও উন্নয়ন করা যায় সেই বিষয়টি গুরুত্ব পাবে। একই সঙ্গে পুঁজিবাজার ও মুদ্রাবাজারের উন্নয়নে উভয় নিয়ন্ত্রক সংস্থা কোন বিষয়গুলো নিয়ে এক সঙ্গে কাজ করতে পারে সে ব্যাপারেও আলোচনা হবে। এ বৈঠকের মাধ্যমে দুই রেগুলেটরির মধ্যে সমন্বয় আরও বাড়বে বলেও বিএসইসি সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এসএমএকে/আরআইএস