ঢাকা: ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) ৬০তম সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ মার্চ) আইবিসিএফ এবং সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে ভার্চ্যুয়াল এ সভা হয়।
সভায় এ বছরের মে মাসে ঢাকায় অনুষ্ঠেয় ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্স বিষয়ক জাতীয় সেমিনারের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইবিসিএফের দুই উপদেষ্টা— বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ও এক্সিম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর নাজমুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন আইবিসিএফের ভাইস-চেয়ারম্যান আব্দুস সামাদ এবং এ কে এম নূরুল ফজল বুলবুল, এবি ব্যাংকের শরিয়াহ সুপার ভাইজরির চেয়ারম্যান, বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক, যমুনা ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক মো. আব্দুর রহমান সরকার, এক্সিম ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ হায়দার আলী মিঞা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল মওলা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী, পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সফিউল আলম খান চৌধুরী, ঢাকা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এফএম