ঢাকা: পুঁজিবাজারে উন্নয়ন ও সার্বিক পরিস্থিতি নিয়ে শীর্ষ ১০ ব্রোকারদের সঙ্গে বৈঠকে বসেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রোববার (২১ মার্চ) বিকেল সোয়া ৫টায় বিএসইসি কার্যালয়ে শীর্ষ ১০ ব্রোকার হাউসের সিইওর সঙ্গে বৈঠকে বসেছে কমিশন।
বৈঠকে পুঁজিবাজারে উন্নয়ন ও ব্রোকারদের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং লকডাউন গুজবে বড় দরপতনের বিষয়টি গুরুত্ব পাবে।
বৈঠকে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম যোগ দেবেন বলে জানা গেছে।
এর আগে ২০২০ সালের ২৯ অক্টোবর পুঁজিবাজারে মন্দা পরিস্থিতি কাটিয়ে উঠার লক্ষ্যে শীর্ষ ব্রোকার হাউসের সঙ্গে বৈঠক করে বিএসইসি।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এসএমএকে/ওএইচ/