ঢাকা: শিশুদের হাতে আগামী দিনের ভবিষ্যৎ। তবে অবহেলা বা অসামর্থ্যের কারণে যথাযথ ওরাল কেয়ারের অভাবে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হয় অনেক সুবিধাবঞ্চিত
শিশু।
এসব নিষ্পাপ মুখের হাসি অটুট রাখার প্রত্যয় নিয়ে এ বছর শনিবার (২০ মার্চ) ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করে ডাবর রেড টুথপেস্ট।
এ উদ্যোগের মাধ্যমে রাজধানীর মিরপুরে অবস্থিত একটি এতিমখানার সব শিশুদের জন্য ফ্রি ডেন্টাল চেক-আপ এর আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে অভিজ্ঞ চিকিৎসক শতাধিক শিশুর দাঁতের সমস্যা দূরীকরণে নিয়োজিত থাকেন।
এছাড়াও ভবিষ্যতে এসব শিশুদের দাঁতের বিভিন্ন সমস্যা থেকে সুরক্ষিত রাখতে তাদের সবার হাতে তুলে দেওয়া হয় ‘হালাল ও প্রাকৃতিক’ ডাবর রেড টুথপেস্ট।
এবছর ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’র প্রতিপাদ্য ছিল, ‘বি প্রাউড অব ইওর মাউথ’। যথাযথ ওরাল কেয়ার সুবিধাবঞ্চিত এসব শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে বলেই আশাবাদ ব্যক্ত করেন ডাবর বাংলাদেশের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
আরআইএস