ঢাকা: পুঁজিবাজারে নিযুক্ত বিভিন্ন সেরা বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিএসইসির ৭৬৭তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও পুঁজিবাজারের উন্নয়নে গত ১ বছরে সেরা দায়িত্ব পালন করা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে। কমিশন বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তব্য পর্যালোচনা করে সেরাদের নির্বাচন করবে।
বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘন্টা, মার্চ ২৬, ২০২১
এসএমএকে/এমএমএস