ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বচ্ছ প্রক্রিয়ায় সিএমএসএমই ও কৃষি ঋণ বিতরণ করলো অগ্রণী ব্যাংকের বরিশাল সার্কেল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
স্বচ্ছ প্রক্রিয়ায় সিএমএসএমই ও কৃষি ঋণ বিতরণ করলো অগ্রণী ব্যাংকের বরিশাল সার্কেল

স্বচ্ছ প্রক্রিয়ায় সিএমএসএমই ও কৃষি ঋণ বিতরণ করলো অগ্রণী ব্যাংকের বরিশাল সার্কেল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২য় পর্যায়ের প্রণোদনা প্যাকেজের আওতায় স্বচ্ছ প্রক্রিয়ায় ব্যবসায়ীদের মধ্যে সিএমএসএমই ঋণ এবং কৃষি ঋণ বিতরণ করেছে অগ্রণী ব্যাংকের বরিশাল সার্কেল।

শুক্রবার (১৭ ডিসেম্বর) বরিশাল ক্লাবের গোলাম মাওলা কনফারেন্স হলে ব্যাংকের মহাব্যবস্থাপকের সচিবালয়, বরিশাল সার্কেল কর্তৃক আয়োজিত চলতি মূলধন ঋণ প্রদান, সিএমএসএমই ঋণ প্রদান, কৃষি ঋণ প্রদান, প্রবাসীর ঘরে ফেরা ঋণ প্রদান, নারী উদ্যোক্তা এবং সম্ভাব্য নতুন গ্রাহকদের নিয়ে মিট দ্য ক্লায়েন্টস এবং ঋণ গ্রহীতাদের নিয়ে আয়োজিত মিট দ্য বরোয়ার অনুষ্ঠান, খেলাপি ঋণ আদায় এবং অঞ্চল প্রধান ও শাখা ব্যবস্থাপকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে ঋণের অর্থ তুলে দেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ শামস্-উল ইসলাম।

তিনি এ সময়ে স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকাশ্যে এসএমইয়ের আওতাভুক্ত নতুন স্বাভাবিক ঋণ ৬৬ লাখ, সিএমএসএমই খাতে ৯৫৬ লাখ, কৃষকের কৃষি ঋণ ৫৪.৬০ লাখ, প্রবাসীদের দেশে ফেরা ঋণ ১৬ লাখ টাকা বিতরণ এবং তাৎক্ষণিকভাবে ৬৪.৫৫ লাখ টাকা খেলাপি ঋণ আদায় করেন।

উক্ত মিট দ্য ক্লায়েন্টস, মিট দ্য বরোয়ার এবং অঞ্চল প্রধান ও শাখা ব্যবস্থাপকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান গাজী, ক্রেডিটডি ভিশনের মহাব্যবস্থাপক ড. মো. আবদুল্লাহ আল মামুন, রিকভারি ডিভিশনের মহাব্যবস্থাপক মো. আশেক এলাহী এবং বরিশাল সার্কেল সচিবালয়ের মহাব্যবস্থাপক মো. গোলাম কিবরিয়া।  

এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল সার্কেলাধীন ৪টি অঞ্চলের অঞ্চল প্রধান ও ৪টি অঞ্চলের শাখা ব্যবস্থাপকসহ গ্রাহকরা।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সার্কেল সচিবালয়ের মহাব্যবস্থাপক মো. গোলাম কিবরিয়া। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ঘোষিত ১০০ দিনের বিশেষ কর্মসূচি বাস্তবায়নে তিনি ৪টি অঞ্চলের অঞ্চল প্রধান এবং ৬২টি শাখার শাখা ব্যবস্থাপকের সঙ্গে মতবিনিময় করেন এবং ২০২১ সালের ৩১ ডিসেম্বর বার্ষিক সমাপনীকে সামনে রেখে অনাদায়ী ঋণ আদায়সহ সকল সূচকে লক্ষ্যমাত্রা অর্জনের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান কার্যালয় থেকে আসা ঊর্ধ্বতন নির্বাহীগণ বক্তব্য রাখেন। মিট দ্য বরোয়ার অনুষ্ঠান আয়োজনের জন্য সাধারণ গ্রাহক, নারী উদ্যোক্তাবৃন্দসহ মেসার্স আবদুল লতিফ খান, মেসার্স লেলিন কুন্ডু, মেসার্স বেস্ট ব্রিকস এর গ্রাহকবৃন্দ ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।